সভাপতি মহোদয়ের বাণী

বর্তমান যুগ বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির উৎকর্ষের যুগ। আধুনিক বিশ্বের সকল ক্ষেত্রে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি পালন করছে জাদুর কাঠির মতো বিস্ময়কর ভূমিকা। শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যেই বিশ্বব্যাপী বিরাট আলোড়নের সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার এদেশের শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অভিন্ন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার ব্যাপারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকারের আহ্বানে সাড়া দিয়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা উপকরণ ও তথ্য-প্রযুক্তির ব্যবহার শুরু করেছে তাদের মধ্যে আক্কেলপুর সরকারি এফ,ইউ পাইলট উচ্চ বিদ্যালয় অগ্রগণ্য। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন করা হয়েছে। এছাড়াও স্কুলের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডকে আরো গতিশীল ও তথ্য-প্রযুক্তি বান্ধব করার লক্ষ্যে একটি সমৃদ্ধ স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম ও ওয়েব সাইট চালু করার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের ক্ষেত্রে উল্লিখিত তথ্য-প্রযুক্তি কেন্দ্রিক কার্যক্রম সম্পন্ন করায় আমি অত্র স্কুলের বোর্ড অব গভর্নরস এর চেয়ারম্যান হিসেবে অত্যন্ত আনন্দিত। এসব কার্যক্রমের মাধ্যমে আক্কেলপুর সরকারি এফ,ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড আরো বেগবান হবে বলে আমি আশাবাদী। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের সাথে সম্পৃক্ত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

............................
সভাপতি
আক্কেলপুর সরকারি এফ,ইউ পাইলট উচ্চ বিদ্যালয়

প্রধান শিক্ষকের বাণী

বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর বিশ্ব। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো বিশ্ব এখন ভার্চুয়াল জগতে প্রবেশ করেছে। তারই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বিদ্যালয় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে একটি ওয়েবসাইট খুলেছে।
মূলত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক এই তিন অনুসঙ্গের নিকট তথ্য, উপাত্ত সহজে ও দ্রুততার সহিত পৌঁছানো এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি অফিসের যোগাযোগ রক্ষা করা এই ওয়েবসাইটের লক্ষ্য। এই উদ্যোগ কার্যকলাপের স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা যেমন নিশ্চিত করবে তেমনি দুর্নীতির করাল গ্রাস থেকে শিক্ষাব্যবস্থাকে রক্ষা করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সর্বোপরি ওয়েবসাইটটি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে এবং তৃণমূল পর্যায়ে সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সেবার মান উন্নত করবে এই প্রত্যাশা করছি।

............................
প্রধান শিক্ষক
আক্কেলপুর সরকারি এফ,ইউ পাইলট উচ্চ বিদ্যালয়

সভঅপতি-

  • এস. এম. হাবিবুল হাসান

    উপজেলা নির্বাহী অফিসার

    সভাপতি

    প্রোফাইল »

প্রতিষ্ঠান প্রধান-